ইতিহাস গড়া সিরিজ জয়ে যা বললেন তামিম

Looks like you've blocked notifications!
তামিম ইকবাল। ছবি : বিসিবি

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই সিরিজে বাংলাদেশ দল মেতেছিল রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। একের পর এক নতুন রেকর্ড গড়েছে তামিমের দল। শুধু সিরিজ জয় নয়, আইরিশদের রীতিমতো উড়িয়ে দিয়েছে হাথুরুসিংহের শিষ্যরা।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে ইতিহাস গড়ে জিতেছে বাংলাদেশ। তুলে নিয়েছে ওয়ানডেতে নিজেদের দ্রুততম জয়। শুধু তাই নয়, এমন জয়ে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। যা এর আগে কখনোই হয়নি। সবমিলিয়ে এমন দাপুটে সিরিজ জয়ে খুশি অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচশেষে আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তামিম জানিয়েছেন, ‘এমন সিরিজ জয়ে আমি খুবই খুশি। যেভাবে আমরা পুরো সিরিজ খেলেছি, এক কথায় দুর্দান্ত। বিশেষ করে প্রথম দুই ম্যাচে আমরা যেমন ব্যাটিং দেখেছি, সেটা আমাদের জন্য প্রথমবার। কারণ এর আগে কখনও আমরা এমন ব্যাটিং দেখিনি। খুবই ভালো লাগছে দলের জয়ে অবদান রেখে।’

হাসান মাহমুদ-তাসকিন আহমেদদের প্রসঙ্গে তামিম বলেন, ‘আজকে যেভাবে ফাস্ট বোলাররা বোলিং করেছে, তা অসাধারণ। এর আগে কখনো বাংলাদেশে এমনটা হয়নি। সব কৃতিত্ব আমি পেসারদের দিতে চাই। এবং বলতে চাই আমাদের পরীক্ষিত বোলিং আক্রমণ রয়েছে।’

বর্তমান বাংলাদেশ দল প্রসঙ্গে তামিম বলেন, ‘দেখুন মিরাজের মতো প্লেয়ার যখন আপনার দলে থাকে, বিশেষ করে তাদের মতো খেলোয়াড়রা দলে থাকাটা আপনাকে সাহস যোগাবে। আমরা জানি আমাদের দলে তিনজন ফাস্ট বোলার আছে, তারপরও স্পিনাররা ভালো বোলিং করেছে। আমার মনে হয়ে বোলিং ডিপার্টমেন্টে আমরা সব দিক থেকে স্বয়ংসম্পন্ন। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে, আমাদের প্লেয়াররাও পারে। প্লেয়ারদের সাফল্য-ব্যর্থতা থাকবেই, তবে তাদের ওপর আস্থা রাখাটা বেশি জরুরী। বিশ্বসেরা দল হওয়ার মতো সবই আছে বাংলাদেশের।’

সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া ১০২ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৩.১ ওভারেই জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।