উইন্ডিজ দলে ফিরলেন গেইল, চমক এডওয়ার্ডস

Looks like you've blocked notifications!
ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। ছবি : সংগৃহীত

কদিন আগেই তারুণ্যনির্ভর দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার পূর্ণশক্তির দল নিয়ে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে ফিরেছেন ক্রিস গেইল। প্রায় দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য গতকাল শুক্রবার দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। নয় বছর পর দলে ফিরে সবাইকে চমকে দিলেন পেসার ফিদেল এডওয়ার্ডস। এ ছাড়া ক্যারিবীয়দের ১৪ সদস্যের টি-টোয়েন্টি দলে আছেন নতুন দুই তরুণ স্পিনার আকিল হোসেইন ও কেভিন সিনক্লেয়ার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দারুণ করার পর এই প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে গেলেন।

শেষ ২০১৯ সালে দেশের হয়ে খেলেন গেইল। মাঝের সময়টা ব্যস্ত ছিলেন বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগেও ব্যস্ত ছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে দেশের ডাকে পিএসএল ছেড়ে ক্যারিবীয়ায় ফিরেছেন তিনি।

২০১২ সালে শেষবার দেশের হয়ে খেলেছেন এডওয়ার্ডস। ২০১৫ সালে কোলপ্যাক চুক্তিতে চলে যান তিনি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্য সরে যাওয়ার পর আবার দেশের হয়ে ফেরার কথা জানান।  নিজেকে প্রমাণ করে এবার সুযোগ পেয়েও গেলেন তিনি। ফিরেছেন দুই ফরম্যাটের অধিনায়ক কাইরন পোলার্ড।

আগামী ৩ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৫ ও ৭ মার্চ। টি-টোয়েন্টি শেষে ১০ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২১ মার্চ শুরু হওয়া টেস্ট দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কার লড়াই।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লেয়ার।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মায়ার্স, জেসন মোহাম্মেদ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার।