উইম্বলডনের ম্যাচ দেখতে গেলেন ধোনি, ছবি ভাইরাল

Looks like you've blocked notifications!
দুই ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত

৪১তম জন্মদিনের এক দিন আগে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাফায়েল নাদাল ও টেলর ফ্রিটজের মধ্যে উইম্বলডন কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন। ২২ বারের গ্র্যান্ড-স্ল্যাম চ্যাম্পিয়ন নাদাল এই ম্যাচে দারুণ জয় পেয়েছেন।  

উইম্বলডনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ধোনির ম্যাচ দেখার ছবি আপলোড করে। ক্যাপশনে লেখা  ‘একজন ভারতীয় আইকন দেখছেন।’

ধোনির আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের টুইটার হ্যান্ডেলেও একই ছবি আপলোড করেছিল। ছবিটি ভাইরাল হয়। শুধু তাই নয়, উইম্বলডনের খেলা দেখতে গিয়েছিলেন আরেক ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও।

এদিকে ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০/৪) জিতে অবিশ্বাস্য নজির গড়েন নাদাল। ম্যাচটি হয়েছে ৪ ঘণ্টা ২১ মিনিট। এর আগে অস্ট্রেলিয়ান ম্যাভেরিক কিরগিওস চিলির ক্রিস্টিয়ান গ্যারিনকে সহজে ৬-৪, ৬-৩, ৭-৬ (৭/৫) হারিয়েছিলেন তিনি।