একজন অসাধারণ গায়ককে হারিয়ে শোকস্তব্ধ কোহলিরা

Looks like you've blocked notifications!
নজরুল মঞ্চে গতকাল শেষবার গাইলেন কেকে। ছবি : কেকের ফেসবুক পাতা থেকে নেওয়া।

নজরুল মঞ্চে গতকাল সন্ধ্যায় সুরের জাদুতে মাতিয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। কিন্তু, মঞ্চ মাতানোর পরে রাতেই যে তিনি না ফেরার দেশে পাড়ি জমাবেন, তা কে জানতো!

নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর তাঁকে রাত সাড়ে ১০টার দিকে কলকাতার মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে (সিএমআরআই) নেওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

বলিউডের এ জনপ্রিয় গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর ভক্তরা। থেকে বাদ যাননি ভারতের ক্রিকেট অঙ্গনের তারকারাও। একজন অসাধারণ গায়ককে হারিয়ে স্তব্ধ বিরাট কোহলিরা।

কেকের হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। ভারতীয় ক্রিকেট তারকা কোহলি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমাদের সময়ের অসাধারণ একজন গায়ককে হঠাৎ হারালাম। তাঁর পরিবার ও কাছের মানুষদের সহমর্মিতা জানাই।’

আরেক তারকা শিখর ধাওয়ান লিখেছেন, ‘দারুণ সুরেলা কণ্ঠ ও সংগীতের একজন শিল্পী, যিনি আমাদের সব সময় আবেগী করে তুলতেন। তাঁর প্রিয়জনের প্রতি সহমর্মিতা জানাই।’

ক্রুনাল পান্ডিয়া শোক প্রকাশ করারও ভাষা খুঁজে পাচ্ছিলেন না। তিনি লিখেছেন, ‘শব্দহারা হয়ে বসে আছি। আপনার সংগীত সবাইকে একে অন্যের কাছে নিয়ে আসত, সবাইকে উদ্বুদ্ধ করতেন এবং করে যাবেন।’

ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘কেকে আজীবন তাঁর সংগীতের মাধ্যমে সবার মধ্যে বেঁচে থাকবেন।’

জনপ্রিয় এ গায়ক হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন। তাঁর গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘কেয়া মুঝে পেয়ার হ্যায়’ (ও লমহে), ‘তুঝে সোচতা হু’ (জান্নাত টু), ‘দিল কিউ ইয়ে মেরা শোর কারে’, ‘জিন্দেগি দো পাল কি’ (কাইটস), ‘মুঝকো পেহচানলো’ (ডন টু), ‘তুনে মারি এন্ট্রিয়া’ (গুন্ডে), ‘পার্টি অন মাই মাইন্ড’ (রেস টু), ‘আভি আভি’ (জিসম টু), ‘মাত আজমা রে’ (মার্ডার থ্রি), ‘পিয়া আয়ে না’ (আশিকি টু), ‘জাবিদা হ্যায়’ (১৯২০: এভিল রিটার্নস), ‘লাপাতা’ (এক থা টাইগার), ‘খাবো খাবো’ (ফোর্স), ‘হ্যায় জুনুন’ (নিউইয়র্ক), ‘হা ম্যায় জিতনি মারতাবা’ (অল দ্য বেস্ট) ইত্যাদি।