‘একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে’
ভারত সফরের আগে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় টেস্ট দলের নেতৃত্ব পান মুমিনুল হক। কিন্তু অধিনায়ক হিসেবে নিজের প্রথম পরীক্ষাতেই ফেল করেছেন তিনি। তাঁর অধীনে দুই ম্যাচের সিরিজে দুটিতেই ইংনিস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সঙ্গে ব্যাট হাতেও সফল হতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
সব মিলিয়ে চরম হতাশায় শেষ হলো বাংলাদেশ দলের ভারত সফর। এমন বাজে পরিস্থিতি কাটিয়ে উঠতে কিছুটা সময় চেয়েছেন মুমিনুল। তাঁর বিশ্বাস, সবঠিক হয়ে যাবে।
ঐতিহাসিক ইডেন গার্ডেনসে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচটিতে সোয়া দুদিনেই হেরেছেন মুশফিক-মুমিনুলরা। শুধু তাই নয়, দলটির অধিনায়ক মুমিনুল হক লজ্জার রেকর্ড গড়েছেন। পরপর দুই ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে টেস্টে খেলা প্রথম কোনো অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘দেখুন আমাদের লড়াই করার মানসিকতা দেখাতে হবে। আপনারা একটু অপেক্ষা করুন। একটু সময় দিন, ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে।’
এ ছাড়া বোলিংয়ের উন্নতির জন্য স্পিন নির্ভরতা থেকে বেরিয়ে আসতে বলছেন নতুন অধিনায়ক, ‘আমাদের স্পিন নির্ভরতা থেকে বেরিয়ে আসা উচিত। আমার মনে হয়, এই সিরিজে পেসাররা খুব ভালো বোলিং করেছে। দেশে ও বাইরে নিয়মিত যখন তাদের খেলানো হবে তখন বোঝা যাবে তারা কতটা উন্নতি করেছে। দেশে-দেশের বাইরে যদি পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় আমার মনে হয় ওরা ধীরে ধীরে উন্নতি করবে।’
এ ছাড়া এই সিরিজ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন অধিনায়ক, ‘এই সিরিজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই বোলারদের বিপক্ষে কীভাবে খেলবেন। এই মানের বোলারদের সামলাতে পরবর্তী সময়ে কীভাবে প্রস্তুতি নেবেন। দল হিসেবে আমার মনে হয়, সবাই এই শিক্ষাটা নেবে। পরের সিরিজে যা অনেক বেশি কাজে দেবে।’ তিনি আরো বলেন, “কীভাবে পেস বলের চ্যালেঞ্জ নেওয়া যায়। ‘সেশন বাই সেশন’ কীভাবে খেলতে হয়। গোলাপি বলে কীভাবে খেলতে হবে, সেই শিক্ষা হয়েছে। নতুন গোলাপি বল সামলানো কঠিন, এই অভিজ্ঞতা সামনে কাজে দেবে।”

স্পোর্টস ডেস্ক