এক খেলোয়াড়কে নিয়ে মোহামেডান-মেরিনারের মধ্যে উত্তেজনা

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে মোহামাডেনের পরিচালক জামাল রানা। ছবি : সংগৃহীত

দলবদল শুরুর একদিন আগে খেলোয়াড় সারোয়ার মুর্শেদ শাওনকে নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে হকির শীর্ষ দুই ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াংসের মধ্যে। দুই ক্লাবই শাওনকে নিজেদের খেলোয়াড় দাবি করছে। অভিযোগ আনা হয়েছে হামলারও।  

তাই মতিঝিলের ক্লাব পাড়ায় এখন অনেকটাই থমথমে অবস্থা। গত শুক্রবার রাত ১০ টার পর মোহামেডান ক্লাবে মেরিনার ইয়াংস ক্লাবের লোকজন নাকি যায় শাওনকে ফেরত নিয়ে আসার জন্য। মোহামেডান দাবি করে, তাদের ক্লাবে হামলা হয়েছে। ক্লাবের ডাইনিং রুমে একটি কাচ ভাঙা দেখা গেছে। সেখানে কর্মরত কর্মচারিরা জানায়, মেরিনারের লোকজনই নাকি কাচ ও ডাইনিংয়ে থালাবাসন ভেঙেছিল।

অবশ্য মতিঝিল থানায় এ নিয়ে দফায় দফায় বৈঠক করে দুই ক্লাবের কর্মকর্তা। এর নিষ্পত্তি না হওয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

আজ শনিবাবার মেরিনার ইয়াংস এক সংবাদ সম্মেলনে শাওনকে নিজেদের খেলোয়াড় দাবি করে। শাওনের সঙ্গে করা চুক্তিপত্র এবং ছবিও তাদের হাতে রয়েছে।

যদিও মোহামেডান তা মানতে রাজী নয়। এ ব্যাপারে ক্লাবটির পরিচালক জামাল রানা বলেন, ‘গতকাল তারা সেই খেলোয়াড়কে জোর করে নিয়ে গিয়েছিল। অবশ্য প্রশাসনের মাধ্যমে সেই খেলোয়াড় আমাদের দায়িত্ব চলে আসে।’

    সংবাদ সম্মেলনে মেরিনার ইয়াংস ক্লাবের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত  

মেরিনার ইয়াংস ক্লাবের হকি কমিটির সম্পাদক বদরুল ইসলাম দীপু বলেন, ‘একজন খেলোয়াড় কোন ক্লাবে খেলবে সেটার সিদ্ধান্ত দেবে লিগ কমিটি, লিগ কমিটি না পারলে ফেডারেশন সিদ্ধান্ত নেবে। কিন্তু থানা কিভাবে সিদ্ধান্ত নেয় সে মোহামেডানে খেলবে। থানা তো সিদ্ধান্ত দিতে পারে না।’   

মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান বলেন, ‘একটা ক্লাবের কর্মকর্তা ও সমর্থকরা আরেকটা ক্লাবে গিয়ে নিন্দনীয়,  নেক্কারজনক যে পদক্ষেপ নিয়েছে, তা ক্রীড়া সুলভ আচরণ হতে পারে না।’  

এদিকে দুই ক্লাবের সম্পর্কের ঘোলাটে পরিস্থিতির মধ্যেই  আগামীকাল রোববার শুরু হচ্ছে হকির দলবদল।