‘এটি ছিল একটি জাদুকরী সন্ধ্যা’

Looks like you've blocked notifications!
রজার ফেদেরার। ছবি : সংগৃহীত

পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেদেরার। ল্যাভার কাপে টিম ইউরোপের দ্বৈত ম্যাচে কোর্টে ছিল তাঁর শেষ উপস্থিতি। ফেদেরার এই ইভেন্টে দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে জুটি গড়ে খেলে হেরেছিলেন। তারপরও লন্ডনের সেই সন্ধ্যাকে ‘জাদুকরী’ বলে অভিহিত করেছেন। তাঁর প্রতি সমর্থনের জন্য খেলোয়াড় ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। 

আজ শনিবার টুইটারে ২০টি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন লিখেছেন, ‘গতকাল এটি একটি জাদুকরী সন্ধ্যা ছিল। আমার সাথে এই মুহূর্তটি ভাগ করে নেওয়ার জন্য সেখানে থাকা সব খেলোয়াড় এবং সমর্থকদের আবারও ধন্যবাদ।’

ম্যাচের পর ফেদেরার তাঁর সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন, উজ্জ্বল ক্যারিয়ার শেষ করলেও ভবিষ্যতে বিভিন্ন ধরণের টেনিস কোর্টে তাঁকে দেখা যেতে পারে। তিনি বলেন, ‘এটা শেষ নয়, আপনি জানেন, জীবন চলে। আমি সুস্থ, আমি খুশি, সবকিছু দুর্দান্ত।’

‘আমরা বিশ্বের কোথাও ভিন্ন ধরণের টেনিস কোর্টে আবার একে অপরকে দেখতে পাব। আমার কোনো পরিকল্পনা নেই। ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এতটা সমর্থন করেছেন।’

শুধু ফেদেরারই নন, কোর্টে তাঁর প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকেও দেখা গেছে কান্নায় ভেঙে পড়তে। এই ছবি ভাইরাল হয়েছে।