এবার ইংল্যান্ডের কোচ হবেন ল্যাঙ্গার?

Looks like you've blocked notifications!
ইংল্যান্ডের কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের নাম আলোচনায়। ছবি : সংগৃহীত

আজ শনিবারই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন জাস্টিন ল্যাঙ্গার। বোর্ডের সঙ্গে মনমালিন্যের কারণেই নাকি পদত্যাগ করেছেন তিনি। অবশ্য জুন পর্যন্ত সিএ’র সঙ্গে চুক্তি ছিল তাঁর। এখন নতুন করে আলোচনায় এসেছে, ল্যাঙ্গার নাকি ইংল্যান্ডের কোচ হতে পারেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে জানা গেছে, সিলভারউডের জায়গায় ল্যাঙ্গারকে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ড জাতীয় দলের কোচ ক্রিস সিলভারউড গতকাল শুক্রবার বরখাস্ত হন। অ্যাসেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ড ক্রিকেটে বদল অনিবার্য ছিল। শেষ পর্যন্ত তাই হয়।

আপাতত আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে তিন টেস্টের সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেবে ইংল্যান্ড। সেটি হতে পারে স্বল্পমেয়াদে। পরবর্তীতে দীর্ঘ মেয়াদে একজন কোচ নিয়োগ দেবে তারা। সে জায়গায় ল্যাঙ্গারের নাম আলোচনায়।

এদিকে গতকাল শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকের পর পদত্যাগ করেন ল্যাঙ্গার। ল্যাঙ্গারের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ডিএসইজি এক বিবৃতিতে জানায়, ‘ডিএসইজি নিশ্চিত করছে, আমাদের মক্কেল জাস্টিন ল্যাঙ্গার আজ (শুক্রবার) অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। গতকাল সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি এখন থেকেই কার্যকর হবে।’

অস্ট্রেলিয়া আর কদিন পর পাকিস্তান সফরে যাবে। ল্যাঙ্গারের জায়গায় অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কোচিংয়ের দায়িত্ব নেবেন। ম্যাকডোনাল্ড অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন।