এবার চাকরি খোয়ালেন ইংল্যান্ড কোচ

Looks like you've blocked notifications!
বরখাস্ত হয়েছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলস গত বুধবার চাকরি হারান। এর একদিন পর বরখাস্ত হন ইংল্যান্ড জাতীয় দলের কোচ ক্রিস সিলভারউডও। অ্যাসেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ড ক্রিকেটে বদল অনিবার্য ছিল। শেষ পর্যন্ত তাই হচ্ছে।

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বা কোচ, সবার পারফরম্যান্সই অ্যাসেজের ওপর ভিত্তি করে বিচার করা হয়। পাঁচ ম্যাচের সিরিজে একটি ম্যাচ কোনোমতে ড্র করে, বাকি চার ম্যাচে বাজেভাবে হারের পর কোচের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছিল। ট্রেভর বেলিসের সহকারী হিসাবে যোগ দেওয়ার পর ২০১৯ সালের বিশ্বকাপের পর প্রধান কোচের দায়িত্ব পান সিলভারউড। প্রায় তিন বছর সেই ভূমিকায় কাজ করার পর চাকরি হারালেন তিনি।

অবশ্য সিলভারউডের অধীনে সাদা বলে দারুণ কিছু সাফল্য পেয়েছিল ইংল্যান্ড। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছায় তারা। তবে টেস্ট ক্রিকেটে তেমন সাফল্য পায়নি ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর কদিন বাদে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। তার আগে বরখাস্ত হন সিলভারউড। এখন কোচ হওয়ার দৌড়ে রয়েছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইংল্যান্ড দলের বর্তমান কোচ রিচার্ড ডসন।