এশিয়া কাপ  

এবার বাংলাদেশ দলের সহঅধিনায়ক আফিফ

Looks like you've blocked notifications!
  তরুণ ব্যাটার আফিফ হোসেন। ছবি : সংগৃহীত  

এরই মধ্যে এশিয়া কাপ শুরু হয়ে গেছে। বাংলাদেশ দল ঘোষণা হয়েছে, সাকিব আল হাসানকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। এবার নতুন খবর, এশিয়া কাপে বাংলাদেশ দলের সহঅধিনায়ক করা হয়েছে তরুণ ব্যাটার আফিফ হোসেনকে। বিসিবি  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।  

আফিফের টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০১৮ সালে। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।

শারজাহতে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে। ১ সেপ্টেম্বর দুবাইতে শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের দল।

ছয়টি দল খেলবে এবারের এশিয়া কাপে। দলগুলো হলো– বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও হংকং।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ ইমন, মোহাম্মদ নাঈম ও তাসকিন আহমেদ।