ওয়ার্নের মৃত্যুর খবর শুনে ঘুমাতে পারেননি পাকিস্তানি তারকা

Looks like you've blocked notifications!
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও প্রয়াত অস্ট্রেলীয় তারকা শেন ওয়ার্ন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলীয় কিংবদন্তি শেন ওয়ার্ন হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে মাত্র ৫২ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যু এখনো মেনে নিতে পারেনি গোটা বিশ্ব। ওয়ার্নের মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরাম জানালেন, ওয়ার্নের মৃত্যুর খবর জানার পর সে রাতে ঘুম হয়নি তাঁর। এক সাক্ষাৎকারে ওয়াসিম জানিয়েছেন, ‘অনেকের মতো আমিও বেশ স্তম্ভিত। আমি শেষ ৫-৬ বছর ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম। আমরা একে অপরের খুব কাছের বন্ধু হয়ে গেছিলাম। কারণ ওয়ার্ন আমার স্ত্রীর পারিবারিক বন্ধু ছিলেন। আমার খুব খারাপ লাগছে ওর বাবা-মা কিথ এবং ব্রিগেটের জন্য। ওর সন্তান জ্যাকসন, ব্রুক ও সামারের জন্য। আমারও বেশ মন খারাপ হচ্ছে।’

ওয়ার্নের স্মৃতিচারণ করে ওয়াসিম আকরাম আরও বলেন, ‘আমার মনে আছে আজ থেকে ৪-৫ বছর আগে ওয়ার্ন ও শচীনসহ অবসর নেওয়া ৫০ জন ক্রিকেটারকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও হিউস্টনে আমরা তিনটি ম্যাচ ও খেলেছিলাম। ওয়ার্ন ওখানে সবকিছু চিনত। আমাদের ডিনার থেকে ঘোরার সব ব্যবস্থা ও করে দিয়েছিল। আমার কাছে ওর মৃত্যুটা মেনে নেওয়া কঠিন। টেস্ট ও ওয়ানডেতে টানা বল করতে পারত সে। ওর ক্রিকেট ধারাভাষ্য ছিল বেশ প্যাশনেট। ওর মৃত্যুর খবর শোনার পর আমি সেই রাতে ঘুমাতে পারিনি।’

ক্রিকেটে প্রায় সমসাময়িক ছিলেন দুই কিংবদন্তি ওয়ার্ন ও আকরাম। একে অপরের কঠিন প্রতিদ্বন্দ্বীও ছিলেন তারা। খেলা ছাড়ার পর শেষ কয়েক বছরে বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন দুই কিংবদন্তি। ওয়াসিম জানালেন গোটা বিশ্বের মতো তিনিও অবাক হয়েছিলেন। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওয়ার্ন আর নেই।