ওয়েস্ট ইন্ডিজ গেলেন আরও পাঁচ ক্রিকেটার

Looks like you've blocked notifications!
মাহমুদউল্লাহরা ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন। ছবি : সংগৃহীত  

তৃতীয় ধাপে ওয়েস্ট ইন্ডিজে রওনা দিয়েছেন বাংলাদেশ দলের আরও কয়েকজন ক্রিকেটার। আজ শুক্রবার সকালে ঢাকা ছাড়েন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহর নেতৃত্বে পাঁচ ক্রিকেটার। সীমিত ওভারের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন তারা।

পাঁচ ক্রিকেটার হলেন— মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান ও মুনিম শাহরিয়ার।

ঢাকা থেকে সিলেট হয়ে প্রথমে যুক্তরাজ্যে যাবেন ক্রিকেটাররা। এর পর সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজে যাবেন তাঁরা। আজ সন্ধ্যায় তারকা পেসার তাসকিন আহমেদেরও ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা রয়েছে।

ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জয়। সে লক্ষ্যে চেষ্টা থাকবে ভালো কিছু করার। দলের ভারসাম্য খুবই ভালো। আশা করছি সাফল্য পাব আমরা।’

সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ এবং ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় হবে।

১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে হওয়ার কথা।