ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ ‘এ’ দলে সৌম্য-সাব্বির

Looks like you've blocked notifications!
সৌম্য সরকার ও সাব্বির রহমান। ছবি : সংগৃহীত  

ফর্ম খরার করাণে বেশ কিছু দিন ধরে জাতীয় দলের বাইরে সৌম্য সরকার। ঘরোয়া আসরগুলোতেও ভালো করতে পারছেন না সাব্বির রহমান। তাই জাতীয় দলেও ফিরতে পারছেন না এক সময়ের জাতীয় দলের দুই নিয়মিত মুখ। হঠাৎ করে ওয়েস্ট ইন্ডিজ সফরের ‘এ’ দলে সুযোগ পেয়েছেন তাঁরা। 

আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি চার দিনের এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

গত বছর নভেম্বরে টি–টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সৌম্য। সাব্বির সর্বশেষ ম্যাচ খেলেন ২০১৯ সালে। এর পর থেকেই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তাঁরা।

ওপেনার সাইফ হাসান, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও সাদমান ইসলাম ডাক পেয়েছেন এই দলে।

চার দিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দল : সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান, জাকির হোসেন, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদত হোসেন, জাকের আলী, নাঈম হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও এনামুল হক।

ওয়ানডে ম্যাচের বাংলাদেশ ‘এ’ দল : সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান, জাকির হোসেন, শাহাদত হোসেন, জাকের আলী, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।