কঠিন কন্ডিশনে ড্র করেও খুশি মিঠুন

Looks like you've blocked notifications!
মোহাম্মদ মিঠুন। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়েই লড়াই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই প্রত্যাশা মেটাতে পারলেন না মোহাম্মদ মিঠুনরা। কঠিন কন্ডিশন আর বৃষ্টির বাগড়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। প্রতিপক্ষের মাটিতে এই ফল পেয়েই খুশি বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়া মিঠুন। 

সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দুটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচই ড্র হয়েছে। বৃষ্টির কারণে কোনো ম্যাচেই দুই দলের প্রথম ইনিংসও শেষ হয়নি। তাই ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুদলকে।

নিজের সন্তুষ্টি প্রকাশ করেন মিঠুন বলেছেন, ‘আসলে এটা তো আমাদের কাছে একদমই নতুন কন্ডিশন। এখানে সবকিছুই আমাদের জন্য ছিল বিরুদ্ধ। আমরা বাংলাদেশ ধেকে যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, অবশ্যই আমাদের জেতার ইচ্ছে ছিল, তবে পরিবেশ ওইরকম ছিল না। তার পরও, সব মিলিয়ে বলব আমাদের যে লক্ষ্য ছিল, তা পুরোপুরি পূরণ না হলেও আমি বেশ খুশি।’

এ ছাড়া বৃষ্টির কথাও উল্লেখ করলেন মিঠুন, ‘সত্যি কথা বলতে, উইকেটের ওপরে অনেক কিছু নির্ভর করে, ফল হওয়া বা না হওয়া। আমার কাছে মনে হয়নি দ্বিতীয় ম্যাচের উইকেটে ফলাফল সম্ভব। বৃষ্টিতে যদিও পুরো খেলা হয়নি, তবে পুরো খেলা হলেও আমার মনে হয় ড্রয়ের দিকেই যেত।’

আগামী ১৬ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।