কমনওয়েলথ গেমস : প্রথম দিনই লড়াইয়ে নামছে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
আজ শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে মাঠে গড়াচ্ছে কমনওয়েলথ গেমসের ২২তম আসর। বার্মিহামের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১টা) আলেক্সান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হবে এবারের আসর।

কমনওয়েলথ গেমসের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দিন মোট চারটি ইভেন্টে অংশ নেবেন বাংলাদেশের খেলোয়াড়রা। এর মধ্যে সবার আগে লড়াই করবে জিমন্যাস্টিকস দল। জিমন্যাস্টিকসে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অ্যাথলেটরা হলেন শিশির আহমেদ, আবু সাইদ রাফি ও আলী কাদের হক।

এরপর লড়বে পুরুষ টেবিল টেনিস দলের বাছাই পর্ব। আগামীকালই হয়ে যাবে বাছাই পর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ। বাংলাদেশ টেবিল টেনিস দলে খেলোয়াড় হিসেবে আছেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির ও মুফরাদুল খায়ের হামজা।

এ ছাড়া শুরুর দিন সাঁতারের বাছাইপর্বতেও অংশ নেবে বাংলাদেশ। ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবেন বাংলাদেশের পুরুষ সাঁতারু মাহমুদ উন নবী নাহিদ। মহিলা সাঁতারু মরিয়ম আক্তার অংশ নিচ্ছেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে। দুজনেরই হিট ১০-৩০ থেকে ১২-৩০ ঘণ্টার মধ্যে। হিটে টিকলে সেমিফাইনালে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

একই দিনে লড়বেন তিন বক্সারও। হোসেন আলী অংশ নেবেন ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে (৬৩.৫-৬৭ কেজি), সুরো কৃষ্ণ চাকমা অংশ নেবেন লাইট ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে (৬০-৬৩.৫ কেজি) আর সেলিম হোসেন অংশ নেবেন ফেদারওয়েইট (৫৪-৫৭ কেজি) ওজন শ্রেণিতে।

৭২টি দেশের ৫০৫৪ জন অ্যাথলেট ২০টি ডিসিপ্লিনের ২৮০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিসিপ্লিনগুলো হলো—সাঁতার অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ ভলিবল, বক্সিং, টি-টোয়েন্টি ক্রিকেট, সাইক্লিং, জিমন্যাস্টিকস, হকি, জুডো, লনবল, নেট বল, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রাইথলন, ভারোত্তোলন, প্যারা পাওয়ার, লিফটিং ও কুস্তি।