কমনওয়েলথ গেমস : রিংয়ে নামতে পারলেন না বাংলাদেশের সুরকৃষ্ণ

Looks like you've blocked notifications!
বাংলাদেশি বক্সার সুরকৃষ্ণ চাকমা। ছবি : সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার রাতে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জমকালো উদ্বোধন হয়েছে। এবার শুরু হয়ে গেছে মাঠের লড়াই। আজ শুক্রবার প্রথম মাঠে নামার কথা ছিল বাংলাদেশি বক্সার  সুরকৃষ্ণ চাকমার।

ফিজির এরিয়া রকবুলির বিপক্ষে লড়াই করার কথা ছিল সুরকৃষ্ণের। কিন্তু অসুস্থতার কারণে রিংয়ে নামতে পারেননি। এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম রাউন্ডে বাদ পড়েছিলেন তিনি।

বার্মিংহামের মাস্টনগ্রিন ন্যাশনাল এক্সিভিশেন সেন্টারে লড়াইয়ে নামার কথা সুরকৃষ্ণের। দুদিন অনুশীলনও করেছিলেন সেই রিংয়ে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর রিংয়ে নামতে পারেননি তিনি।

এ ব্যাপারে বাংলাদেশে দলের চিকিৎসক ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা দুর্ভাগ্য। খেলার দিন সকালে মেডিকেল চেকআপে ওর উচ্চ রক্তচাপ ধরা পড়ে। পরে ১৫-২০ মিনিট বিশ্রাম নিয়ে পরীক্ষা করলেও রক্তচাপ বেশি বলে তাকে খেলতে অনুমতি দেওয়া হয়নি।’

হতাশ সুরো কৃষ্ণ বলেন, ‘কোনো নার্ভাসনেস কাজ করেনি আমার মধ্যে। গতরাতে ভালো ঘুম না হওয়ার কারণে হয়তো এমনটা হয়েছে। সবকিছুর জন্য আমি দুঃখিত। আমার খারাপ লাগছে, এটাকে দুর্ভাগ্যই বলব।’