কাঁদতে কাঁদতে উইম্বলডন থেকে সেরেনার বিদায়

Looks like you've blocked notifications!
চোট পেয়ে কেঁদে ফেলেন সেরেনা। ছবি : রয়টার্স

মার্গারেট কোর্টের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন নিয়ে উইম্বলডনে এসেছিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনা উইলিয়ামস। কিন্তু না, এবারও হলো না সেরেনার স্বপ্ন ছোঁয়া। প্রথম রাউন্ডের ম্যাচেই পা পিছলে চোট পেয়েছেন তিনি। পরে চোট নিয়েই কাঁদতে কাঁদতে উইম্বলডনকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

প্রথম রাউন্ডের ম্যাচে বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের মুখোমুখি হন সেরেনা। অবশ্য বেলারুশের তারকার কাছে হারেননি সেরেনা। বরং প্রথম সেটে এগিয়ে ছিলেন ৩-১ গেমে। পরে পা পিছলে পড়ে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। এরপর চেষ্টা করেও চালিয়ে যেতে পারেননি। চোখে পানি নিয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্ট ছেড়েছেন অভিজ্ঞ এই টেনিস তারকা।

সেরেনার পাশাপাশি উইম্বলডনে আজ পা পিছলে পড়ে যান আদ্রিয়ান মানারিনোরও। তাঁর প্রতিপক্ষ ছিল টেনিসের আরেক তারকা রজার ফেদেরার। তাঁর বিপক্ষে পড়ে গিয়ে ম্যাচ থেকে ছিটকে যান মানারিনো। জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।