কাল পেরুর মুখোমুখি হচ্ছে ব্রাজিল
উড়ন্ত জয়ে কোপা আমেরিকায় শুভসূচনা করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে ভেনেজুয়েলাকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষ পেরু। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার পেরুর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। সান্তোসের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
এবারের আসরে ‘এ’ গ্রুপে খেলছে ব্রাজিল। একই গ্রুপে তাদের সঙ্গে আছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, পেরু ও ইকোয়েডর। এর মধ্যে পেরু ছাড়া বাকিরা একটি করে ম্যাচ খেলেছে। আগামীকাল ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পেরুর কোপা আমেরিকা মিশন।
তবে প্রথম ম্যাচেই বড় শক্ত প্রতিপক্ষ পাচ্ছে পেরু। এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় মোট ৪৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ৩৪ ম্যাচেই জিতেছে ব্রাজিল, ড্র করেছে ৯টিতে। ব্রাজিলের বিপক্ষে পেরুর জয় কেবল পাঁচটিতে। তাই ব্রাজিলের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে পেরুকে।
এ ছাড়া বর্তমান সময়ে দারুণ ছন্দে আছে তিতের ব্রাজিল। ছন্দে আছেন দলটির তারকা খেলোয়াড় নেইমার। একই সঙ্গে ম্যাচ হচ্ছে ব্রাজিলের মাঠে। সবমিলে অনেকটা ফেভারিট থেকেই মাঠে নামবে ব্রাজিল।
গত সোমবার কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের পক্ষে গোল করেন নেইমার, মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল বারবোসা।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় পুরো ম্যাচে আধিপত্য রাখে সেলেসাওরা। করোনার কারণে ভেনেজুয়েলার মূল দলের ৯ জন খেলোয়াড়ই ছিলেন না। দুর্বল দল নিয়ে শক্তিশালী ব্রাজিলের সঙ্গে পেরে ওঠেনি দলটি। ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল শট নিয়েছে ১৮ বার। যার মধ্যে সাতটিই ছিল অনটার্গেট শট। বিপরীতে ভেনেজুয়েলা নিয়েছে কেবল তিনটি শট, যার মধ্যে লক্ষ্যে যাওয়ার মতো ছিল কেবল একটি।
ওইদিন ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গোল লাইনের সামনে বল পেয়ে যান মার্কিনিয়োস। এরপর প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধা এড়িয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। দুই মিনিট পর আবার বল পাঠান রিশার্লিশন। কিন্তু, তিনি অফসাইডে থাকায় বেঁচে যায় ভেনেজুয়েলা।
নেইমার গোল পান বিরতির পর। ৬৪ মিনিটে দানিলোকে ইয়োহান কুমানা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। পেনাল্টি থেকে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। শেষ দিকে স্কোর লাইন ৩-০ করেন বারবোসা। তবে এই গোলেও অবদান ছিল নেইমারের।