কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন বৈশাখী টিভি

Looks like you've blocked notifications!
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন বৈশাখী টিভি। ছবি : বিএসজেএ

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন বৈশাখী টিভি এবং রানার্সআপ হয়েছে চ্যানেল আই।

রোমাঞ্চকর ফাইনালে আজ বুধবার (২৫ জানুয়ারি) চ্যানেল আইকে হারিয়ে শিরোপা জেতে বৈশাখী টিভি। খেলার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বৈশাখী টিভি টাইব্রেকারে ৪-২ গোলে চ্যানেল আইকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নেয়।

চ্যাম্পিয়ন দল বৈশাখী প্রাইজমানি ৩০ হাজার টাকা পেয়েছে। অন্যদিকে রানার্সআপ দল চ্যানেল আই ১৫ হাজার টাকা পুরস্কার জিতে নেয়। ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হয়েছেন বৈশাখীর রাকিব।

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোম্পানি স্কয়ার টয়লেট্রিজের হেড অফ মার্কেটিং ড. জেসমিন জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এটিএম সাঈদুজ্জামান, সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, সদস্য সচিব মো. রবিউল ইসলাম ও যুগ্ম সম্পাদক এস এম সুমন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং মনির হোসেন।

ফাইনালের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আসলাম বলেছেন, ‘সাংবাদিকদের এই টুর্নামেন্ট অনেক আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছ। তারা শুধু ভাল লিখতেই পারে না, ভাল খেলতেও পারে।’

বিশেষ অতিথি ড. জেসমিন জামান তার বক্তব্যে বলেন, ‘স্কয়ার যে কোনো নতুন আয়োজনের সাথে সবসময় থাকে। সাংবাদিকতার মতো এমন চ্যালেঞ্জিং পেশায় যারা থাকেন, তাদের পাশে থাকতে পেরে আনন্দিত স্কয়ার। বিএসজেএর পাশে আমরা ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এটিএম সাঈদুজ্জামান স্কয়ার টয়লেট্রিজকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘স্কয়ার পাশে ছিল বলেই আমরা এত চমৎকার আয়োজন শেষ করতে পেরেছি। এবারের টুর্নামেন্টের পরিসর বড় হয়েছে। ৩২টি দল অংশ নিয়েছে। এই বিরাট আয়োজনে স্কয়ার আমাদের পাশে ছিল। আমরা কৃতজ্ঞ।’

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সিনিয়র সদস্য কাশীনাথ বসাক, আরিফুর রহমান বাবু, মাকসুদা লিসা, হিমু আক্তারসহ অন্যান্যরা।