ব্যালন ডি 'অর

কেন রোনালদো মনোনীত, মেসিকে কেন নেওয়া হয়নি

Looks like you've blocked notifications!
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

২০২২ সালের ব্যালন ডি'অর জয়ের দৌড়ে সংক্ষিপ্ত তালিকার বাইরে রয়েছেন লিওনেল মেসি। এই পুরস্কার তিনি ২০০৬ সাল থেকে সাতবার জিতেছেন।

গতকাল শুক্রবার রাতে লা ইকুয়েপে এবং ফ্রান্স ফুটবল ৩০ জনের তালিকা ঘোষণা করে। যাতে নেই মেসি। আগামী ১৭ অক্টোবর অষ্টম ব্যালন ডি'অর তাঁর হাতে উঠছে না, তা আপাতত বলেই দেওয়া যায়।

কেন মেসি নেই,  এর ব্যাখ্যা দিয়েছে ব্যালন ডি'অর কতৃপক্ষ। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, এক মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ডি'অর দেওয়া হয়। গত মৌসুমে মেসির পারফরম্যান্স ছিল তলানির দিকে।

প্যারিসে প্রথম বছরটি ভালো কাটাতে পারেননি। পাশাপাশি মৌরিসিও পোচেত্তিনোর তাঁকে সেভাবে কাজে লাগাতে পারেননি।

মেসি লিগ ওয়ানে মাত্র ছয়টি গোল করেছিলেন। আর রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের  শেষ ষোলো থেকে বাদ পড়ে পিএসজি। মেসির স্বপ্ন, সেই সঙ্গে অনেক প্যারিসবাসীর স্বপ্ন ভেস্তে যায়।

মেসি না থাকলেও কেন ক্রিস্টিয়ানো রোনালদোকে ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় নেওয়া হয়, তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে।

কতৃপক্ষের ব্যাখ্যা, চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রোনালদোর ছয় গোল ম্যানচেস্টার ইউনাইটেডকে শেষ ষোলোতে নিয়ে যায়। তিনি সব প্রতিযোগিতা মিলে ৪৯ ম্যাচে মোট ৩২টি গোল করেন।

এটিই রোনালদোকে শীর্ষ স্তরে রাখার জন্য যথেষ্ট ছিল। তবে তিনি ব্যালন ডি'অর জিততে পারবেন কি না, তা এখনই বলা মুশকিল।