কোহলি-রোহিতদের জন্য টি-টোয়েন্টির দরজা বন্ধ?

Looks like you've blocked notifications!
বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি : রয়টার্স

ভারতের টি-টোয়েন্টি দলে কি তবে দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার দরজা বন্ধ হয়ে গেল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত-সমর্থকদের মনে। এই দুই ক্রিকেটারকে ছাড়াই যে আগামীতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পরিকল্পনা সাজাতে যাচ্ছে ভারত, সেই ইঙ্গিত সাবেক ক্রিকেটারদের।

সম্প্রতি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক অনুষ্ঠানে ভারতের টি-টোয়েন্টি দলে রোহিত-কোহলিদের ভবিষ্যৎ প্রসঙ্গে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেন, ‘বিরাট কোহলি, রোহিত শর্মারা এখন যেখানে রয়েছেন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী কিংবা ভিভিএস লক্ষ্মণরাও সেখানে ছিল। যদি কোহলি–রোহিতরা নিজেদের উপযুক্ত মনে করেন, তাহলে পুরো বিষয়টিই তাদের ফর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। আর এক বছর লম্বা সময়। তখন ওই সময়ের সেরা ক্রিকেটারদের নিতে হবে। অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন পড়বে, খেলোয়াড়দের ফিটনেসও মাথায় রাখতে হবে।’

রবি শাস্ত্রী আরও যোগ করেন, ‘কোহলি–রোহিতদের মতো ক্রিকেটাররা প্রমাণিত। তারা কেমন ক্রিকেটার, আপনারা সবাই জানেন। আমি এ মুহূর্তে তরুণ খেলোয়াড়দের দলে নেওয়ার পথে হাঁটতে চাই, যাতে তারা নিজেদের প্রমাণের সুযোগ পায়। অন্যদিকে এর ফলে কোহলি ও রোহিতদের টেস্ট ও ওয়ানডেতে আরও ভালোভাবে পাওয়া যাবে।’

কোহলি-রোহিতদের বিকল্প হিসেবে শাস্ত্রীর পছন্দ আইপিএলে খেলা তরুণ ক্রিকেটাররা। তরুণদের প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন ‘তরুণরা ভারতীয় দলের দুয়ারে দাঁড়িয়ে আছে, ঢুকে পড়া এখন সময়ের অপেক্ষা। তারা এখন যে ধরনের আত্মবিশ্বাস ও কর্তৃত্ব নিয়ে খেলছে, আমি তো মনে করি, ভারতের ঠিক পরের টি–টোয়েন্টি সিরিজেই তাদের দলে নেওয়া উচিত।’

এদিকে আরেক সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলেন, ‘কোহলি-রোহিতের মতো তারকারা পরীক্ষিত। আপনার ভবিষৎতের কথা মাথায় রেখে তরুণদের সুযোগ দেওয়া উচিত। আগামী কয়েকদিন আপনি ভারতের টি-টোয়েন্টি দলে বেশকিছু পরিবর্তন দেখতে পারবেন। আমার মনে হয় রিঙ্কু সিং, তিলক বার্মা, জশওয়ালদের মতো তরুণরা জাতীয় দলে খেলার জন্য যোগ্য দাবিদার।’