কোচ হিসেবে হাথুরুসিংহেকেই পাচ্ছে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : বিসিবি

বাংলাদেশে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় শুরু নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও হাথুরুসিংহে যে আসছেন সেটা অনেকটাই নিশ্চিত। এর মধ্যে নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের চাকরি ছেড়ে সেটা আরও স্পষ্ট করলেন লঙ্কান কোচ। সবকিছু ঠিক থাকলে হাথুরুসিংহেকেই কোচ হিসেবে পেতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই মধ্যে অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েল ব্লুজ ও বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সহকারী কোচের পদ ছেড়েছেন হাথুরুসিংহে। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের হেড অব এলিট ক্রিকেট মাইকেল ক্লিঙ্গার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে ফিরতেই তাদের দলের দায়িত্ব ছেড়েছেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার।

মাইকেল ক্লিঙ্গার হাথুরুকে অভিনন্দন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দুই বছর দারুণ অবদান রেখেছেন। তাঁর চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তাঁর আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তাঁর কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা থাকল।’

এদিকে গতকাল সোমবার (৩০ জানুয়ারি) সিলেটে বিপিএল ম্যাচের ফাঁকে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার পথে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনও একই ইঙ্গিত দিয়ে গেলেন।

নাজমুল হাসান বলেছেন, ‘আমরা যে ধরণের কোচ খুঁজছি, ফুল টাইম, ওটাতে ও (হাথুরুসিংহে) আছে। অন্য কেউ ফুল টাইম না। কেউ হয়তো দুইশ দিন, কেউ একশ দিন।  কাউকে আবার আইপিএলে ছেড়ে দিতে হবে। এটা হাথুরুসিংহের নেই। সেদিক থেকে মনে হয় যে, ওর সম্ভাবনা বেশি।’

মাইকেল ক্লিঙ্গার ও নাজমুল হাসান পাপনের কথায় মোটামুটি ধরে নেওয়া যায়, বাংলাদেশই হতে চলছে হাথুরুসিংহের পরবর্তী গন্তব্য। সবকিছু ঠিক থাকলে ফের টাইগারদের দায়িত্ব নেবেন তিনি।

এর আগে ২০১৪ সালের জুনে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নেন। এরপর দায়িত্ব নেন নিজ দেশের। সেখানে খুব একটা ভালো কাটেনি তাঁর অধ্যায়। এরপর ২০২০ সালের দিকে ফিরে যান নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে। সেখান থেকেও এবার নিজের অধ্যায় চুকিয়ে নিলেন শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক এই অলরাউন্ডার।