কোহলি এখনও দলের একজন নেতা, দায়িত্ব পেয়ে রোহিত

Looks like you've blocked notifications!
রোহিশ শর্মা ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছিলেন আগেই। এবার ওয়ানডে ক্রিকেটের নেতৃত্বও ছাড়তে হলো বিরাট কোহলিকে। তাঁর বদলে রঙিন পোশাকে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে, দুই ফরম্যাটের দায়িত্ব পেয়েও কোহলিকেই এখনও দলের একজন নেতা মানছেন নতুন অধিনায়ক। দায়িত্ব পেয়ে রোহিত জানালেন, কোহলির মতো মানসম্পন্ন ব্যাটার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

মূলত রঙিন পোশাকে শিরোপাখরা মেটাতেই অধিনায়কত্বে বদল এনেছে ভারত। ২০১১ সালের বিশ্বকাপের পর এখনও শিরোপাহীন দলটি। কোহলির নেতৃত্বে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি আর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ফেভারিট থেকেও শিরোপার স্বাদ পায়নি তারা। এমনকি ব্যর্থ হয়েছে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তাই শিরোপার খোঁজে থাকা ভারত পা রেখেছে অধিনায়ক রোহিতের যুগে।

নতুন দায়িত্ব পাওয়ার পর কোহলিকে গতকাল বৃহস্পতিবার ‘ব্যাকস্টেজ উইথ বরিয়া’ শো-তে রোহিত বলেন, ‘কোহলির মানের একজন ব্যাটার সবসময় দলে দরকার। টি-টোয়েন্টি ফরম্যাটে পঞ্চাশের বেশি (৫২.০৫) গড় থাকাটা অবিশ্বাস্য। নিঃসন্দেহে অভিজ্ঞতার সঙ্গে সে অনেকবার ব্যাট হাতে কঠিন পরিস্থিতিতে ভারতকে পথ দেখিয়েছে। দলে তার মতো মানসম্পন্ন এবং তার ধরনের ব্যাটসম্যানশিপ প্রয়োজন। তা ছাড়া সে এখনও দলের একজন নেতা। এসব ব্যাপার একত্রিত করলে, (কোহলিকে) কেউ মিস করতে চাইবে না। এ ধরনের ব্যাপারগুলো উপেক্ষা করা যায় না। তার উপস্থিতি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

এর আগে ওয়ানডে ক্রিকেটে ভারতকে ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। কোহলির অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপ জিতিয়েছিলেন তিনিই। এবার তাই তাঁকেই বেছে নিয়েছে ভারত।

আগামী বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়ে নতুন ইনিংস শুরু করবেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের নেতৃত্ব দিতে শুরু করেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোহিতের নেতৃত্বে দল।

এখন শুধু টেস্টে ভারতের অধিনায়ক থাকছেন বিরাট। ৯৫টি ওয়ানডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। এর মধ্যে ৬৫টি ম্যাচ জিতেছে দল। তাঁর নেতৃত্বে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। তবে, কোনো বড় টুর্নামেন্ট জেতেনি ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল।