ক্যারিবীয়দের বিপক্ষে আরেকটি কীর্তি বাংলাদেশের  

Looks like you've blocked notifications!
  বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। ছবি : সংগৃহীত  

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে সিরিজ খেলেছিল ১৯৯৯ সালে। ঘরের মাঠে সেই সিরিজে ২-০তে হেরেছিল বাংলাদেশ। এর পর দুই দল বেশ কিছু সিরিজ খেলেছিল, তার মধ্যে বাংলাদেশের সাফল্য কম নয়। আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হারিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ জিতল সপ্তম সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম সিরিজ জিতেছিল ২০০৯ সালে। সাকিব আল হাসানের নেতৃত্বে সেই সিরিজে লাল-সবুজের দল তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছিল। আর সেই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছিল। ক্যারিবীয়দের সেই ম্যাচে ৫২ রানে হারিয়েছিল বাংলাদেশ।

২০১২-১৩ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় সিরিজ জিতে। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সেই সিরিজে লাল-সবুজের দল জিতেছিল ৩-২ ব্যবধানে।

২০১৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মাটিতে  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।  

২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ সিরিজ জিতে বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচের সেই সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছিল।

এর পর ২০১৯ সালে একটি ত্রিদেশীয় সিরিজ জিতে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডজ, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সেই সিরিজে জিতেছিল। ক্যারিবীয়দের বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম সিরিজ জয়।

২০২০-২১ মৌসুমেও এই ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেবার ক্যারিবীয়রা একটি ম্যাচেও সাফল্য পায়নি।     

এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আরও একটি সাফল্য পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সাফল্য পায় বাংলাদেশ।

ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১০টি ওয়ানডে জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনো ওয়ানডেতে হারেনি বাংলাদেশ।  

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ২০টি, হেরেছে ২১টিতে। দুটি পরিত্যক্ত হয়। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ব্যবধান কমাল বাংলাদেশ।