ক্যারিয়ারসেরা বোলিংয়ে ইংলিশদের লজ্জায় ফেলল মিরাজ

Looks like you've blocked notifications!
মেহেদী হাসান মিরাজ। ছবি : বিসিবি

মেহেদী হাসান মিরাজ, বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন। নিয়মিত ব্যাটের পাশাপাশি বল হাতেই রাখছেন সামর্থ্যের প্রমাণ। মিরাজের প্রিয় প্রতিপক্ষ কে? এই প্রশ্নে সম্ভাব্য উত্তরটা হয়তো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। কারণ ইংল্যান্ডকে পেলেই যেন জ্বলে ওঠেন মিরাজ।

আজ রোববার (১২ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও একবার জ্বলে উঠলেন মিরাজ। করলেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং।

ইংল্যান্ডকে স্বল্প পুঁজিতে আটকে দর্শকদের উল্লাসে মাতিয়েছে বাংলাদেশ দল। টস জিতে অধিনায়ক সাকিবের বোলিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না, বল হাতেই তাই প্রমাণ করেছে বাংলাদেশের বোলাররা। সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ইংলিশদের ফেলেন লজ্জায়। ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে পুরো ২০ ওভার ব্যাটিং করে এটিই ইংলিশদের সর্বনিম্ন রান। ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মিরাজ। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এর আগে গত বছর সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এবার ছাপিয়ে গেলেন সেটি।

টেস্ট অভিষেকে ইংলিশদের বিপক্ষে হয়েছিলেন সিরিজ সেরা বোলার। আজকের ম্যাচে মিরাজ একাদশে আসেন শামীম হোসেনের বদলে। শুরুতেই ফেরান ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। ১৭ বলে ১৫ রান করা মঈন ক্রিজে থিতু হলে বিপদ হতে পারতো।

ইংল্যান্ড যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন। আবারও ত্রাতা মিরাজ। জোড়া আঘাত হানেন তিনি। ১৫তম ওভারে ফেরান স্যাম কারান ও ক্রিস ওকসকে। মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে দুজনই ফেরেন লিটন দাসের হাতে স্ট্যামড হয়ে। এরপর ১৭তম ওভারে রনি তালুকদারের হাতে ক্যাচ তোলেন ক্রিস জর্ডান। মিরাজ পান চতুর্থ উইকেট। ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট পাওয়া মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং সার্থকতা পাবে বাংলাদেশ জিতে গেলে।