ক্রিস কেয়ার্নস ক্যানসারে আক্রান্ত

Looks like you've blocked notifications!
নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস গত বছর স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তাঁর কোমরের নীচের পুরোটাই অবশ হয়ে যায়। রিহ্যাব চলার ফাঁকে আরো একটি দুঃসংবাদ পেয়েছেন তিনি। এবার তিনি অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

ক্রিস কেয়ার্নস ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘গতকালই (শুক্রবার) আমি ক্যানসারে আক্রান্ত বলে জানতে পেরেছি। এটা অবশ্যই একটা বড় ধাক্কা। রুটিন চেক আপ করাতে গিয়েছিলাম। কিন্তু ক্যানসারে যে আক্রান্ত হয়েছি সেটা একেবারেই অপ্রত্যাশিত। আবার সার্জেন ও বিশেষজ্ঞদের সঙ্গে আমাকে আলোচনায় বসতে হবে। আমার জীবনে সব কিছুই ঘটছে। তবে এই সপ্তাহটি খারাপ কাটালাম না। বাচ্চাদের খেলাধুলোয় উপস্থিত থাকতে পেরেছি। বাড়িতে জন্মদিন উদযাপনও হয়েছে। সামনে আরেকটা লড়াই অপেক্ষা করছে।’ \

ক্যানসারের এই নতুন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বদ্ধপরিকর কেয়ার্নস। তাঁর ক্যানসার প্রাথমিক পর্যায়ে।

কেয়ার্নস ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করে ২০০৬ সালে অবসরে যান। নিউজিল্যান্ডের হয়ে তিনি ৬২ টেস্ট ও ২১৫টি ওয়ানডে খেলেন। টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ৩৩ গড়ে ৩ হাজার ৩২০ রান করেন। উইকেট নিয়েছেন ২১৮টি। ৫টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি করেন।