গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক অসি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। ছবি : সংগৃহীত

আবারও মর্মান্তিক ধাক্কা অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে। গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। কুইন্সল্যান্ডের টাউন্সভিলের কাছে রোববার দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় সময় রাত ১১টা নাগাদ অ্যান্ড্রু সাইমন্ডসের গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁ-দিকে যাওয়ার সময় উলটে যায়। পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত ১১টা নাগাদ হার্ভে রেঞ্জ রোডে ধরে গাড়িটি যাচ্ছিল। অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁ-দিকে মোড় নেওয়ার সময় গাড়িটি উলটে যায়।

দুর্ঘটনার পরপরই ৪৬ বছর বয়সি অসি ক্রিকেটারকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইমন্ডসের।

গত মার্চ মাসে মৃত্যু হয় অসি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের। এর এক মাসের মাথায় প্রাণ হারালেন তাঁর সতীর্থ।

অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি এক দিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। দুবার বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সাইমন্ডসের অভিষেক হয় ১৯৯৮ সালে। পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ম্যাচে অভিষেক ঘটে এ অলরাউন্ডারের।

ঝাঁকড়া চুলের সাইমন্ডস পরিচিত ছিলেন ‘রয়’ নামে। এক দিনের ক্রিকেটে ৫০৮৮ রান করেছিলেন তিনি। নিয়েছিলেন ১৩৩টি উইকেট। টেস্টে দুটি সেঞ্চুরিসহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। নিয়েছিলেন ২৪টি উইকেট।

বিধ্বংসী ব্যাটার, কার্যকরী বোলার এবং দুর্দান্ত ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছিলেন সাইমন্ডস।

অ্যান্ড্রু সাইমন্ডসের সাবেক সতীর্থ অসি বোলার জেসন গিলেস্পি টুইট করেছেন, ‘নাড়িয়ে দেওয়ার মতো ভয়ংকর খবর! আমি পুরোপুরি বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু।’

অ্যান্ড্রু সাইমন্ডসের আরেক সাবেক সতীর্থ ও সহকর্মী ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট লিখেছেন, ‘খুব কষ্ট হচ্ছে।’

পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতারও টুইটে জানিয়েছেন অ্যান্ড্রুর আকস্মিক মৃত্যুর খবরে তিনি, ‘বিধ্বস্ত। মাঠে এবং মাঠের বাইরে আমাদের দুর্দান্ত সম্পর্ক ছিল। অ্যান্ড্রুর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’