গোল ঠেকাতে গিয়ে মাঠেই মারা গেলেন গোলরক্ষক

Looks like you've blocked notifications!
আরনে এসপিল। ছবি : উইনকেল স্পোর্ট বি এর ফেসবুক পেজ থেকে নেওয়া।

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে ফুটবল দেখে না বা পছন্দ করে না। তবে এই ফুটবল খেলতে গিয়ে নানা সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন অনেক খেলোয়াড়। এবার সেই তালিকায় যোগ হলো বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি এর গোলরক্ষক আরনে এসপিল।

গতকাল (১২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের সংবাদমাধ্যম ভিআরটি নিউজ এর বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, পেনাল্টি ঠেকিয়ে মাঠেই জ্ঞান হারান এসপিল। মেডিকেল টিম আধা ঘণ্টার মতো চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেনি।

২৫ বছর বয়সী এসপিল শনিবার (১১ ফেব্রুয়ারি) এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন । ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় ওয়েস্ট্রোজেবেকার। পেনাল্টি ঠেকিয়ে অচেতন এসপিল আর ফিরে আসেননি।

এই বিষয়ে উইনকেল স্পোর্টের সহকারী কোচ ডেয়েরচিনের জানান, ‘তখন খেলা চলছিল। এসপিল ক্ষিপ্রগতিতে বল ধরার পরই অচেতন হয়ে যায়। এটা খুবই মর্মান্তিক। তার মৃত্যু ঠিক কি কারণে হয়েছে, তা জানতে ময়নাতদন্ত করা হবে।’

এসপিলের মৃত্যুর বিষয়ে উইনকেল স্পোর্টের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে লেখা হয়েছে, ‘হুট করেই গোলরক্ষক আরনে এসপিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’ 

ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০০৩ সালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্যামেরুনের খেলোয়াড় মার্ক ভিভিয়ান ফো। ২০১৪ সালে প্রতিপক্ষের আঘাতে মাঠে মারা যান ইন্দোনশিয়ার প্রিমিয়ার লিগে খেলা পেরসিরাজার ফরোয়ার্ড আকলি ফাইরুজ। এছাড়াও নানা সময়ে অনেক ফুটবলারই মারা যান ফুটবলে মাঠে।