চীনে স্থগিত এশিয়ান গেমস হবে আগামী বছর

Looks like you've blocked notifications!
হুয়াংঝু এশিয়ান গেমস আগামী বছর সেপ্টেম্বরে হবে। ছবি : সংগৃহীত

চীনে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের প্রকোপ। তাই গত মেতে স্থগিত হয়েছিল হুয়াংঝু এশিয়ান গেমস। এবার নতুন দিন-তারিখ ঠিক হয়েছে। আগামী বছর সেপ্টেম্বরে হুয়াংঝু শহরেই হবে গেমসটি।

চীনে করোনার সংক্রমণ বাড়ায় সেখানে গেমস আয়োজন করা সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর ২৩ সেপ্টেম্বর থেকে ৮ আক্টোবর পর্যন্ত গেমসটি চীনের হুয়াংঝুতে হবে বলে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এ বছর ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হুয়াংঝু শহরে এশিয়ান গেমস আয়োজন করতে চেয়েছিল।

এশিয়ান গেমসে প্রায় ১০ হাজার প্রতিযোগীর অংশ নিতে পারে বলে মনে করা হচ্ছে। এশিয়ান গেমসকে সফল করে তুলতে সব রকম চেষ্টা করবে বলে জানিয়েছে আয়োজক অলিম্পিক কমিটি।