চেনা প্রতিপক্ষ পাকিস্তানের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী দল। ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ নারী দল। এবার নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। প্রথম দুটিতে হারলেও পাকিস্তান ম্যাচের আগে কিছুটা হলেও স্বস্তিতে বাংলাদেশ। কারণ, এ দলের বিপক্ষেই ওয়ানডেতে মোটামুটি ভালো সাফল্য বাংলাদেশের। তাই চেনা প্রতিপক্ষ পাকিস্তানের সামনে আত্মবিশ্বাসী নিগার সুলতানার দল। 

আগামীকাল সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

প্রথম বার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের কাছে এ মঞ্চে  সবচেয়ে চেনা প্রতিপক্ষ পাকিস্তান। যাদের বিপক্ষে হেড টু হেড লড়াইয়েও খুব একটা পিছিয়ে নেই লাল-সবুজের মেয়েরা। আগের ১১ দেখায় ছয়টিতে জিতেছে পাকিস্তান, বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। তা ছাড়া ওয়ানডেতে এ পাকিস্তানের বিপক্ষেই বেশি জয় পেয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে সবশেষ দেখায় পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ নারী দল। তাই, বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হওয়ার আগে কিছুটা স্বস্তি কাজ করছে বাংলাদেশের।

মূল লড়াইয়ের আগে আজ রোববার হ্যামিল্টনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা শোনালেন সে স্বস্তির কথাই, ‘আসলে সত্যি বলতে, আমরা ওদের খুব ভালোভাবে চিনি। ওদের সঙ্গে অনেক খেলেছি আমরা। খুব ভালো ধারণা আছে ওদের নিয়ে। আমি মনে করি, বিশ্বকাপে আমাদের প্রথম জয় পাওয়ার খুব ভালো সুযোগ আছে। আমাদের ভালো অনুশীলন সেশন হয়েছে। খুব ভালো বিশ্রামও পেয়েছি আমরা। পরের ম্যাচের জন্য আমরা প্রস্তুত।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে, তা দুর্দান্ত। হয়তো ফল আমাদের পক্ষে আসেনি। তবে আমি মনে করি, গত দুই ম্যাচে অনেক উন্নতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলারেরা ভালো করেছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের পারফরম্যান্স দারুণ ছিল। যদি আমাদের ব্যাটিং ও বোলিং পরিকল্পনার বাস্তবায়ন একসঙ্গে করতে পারি, তাহলে দারুণ ম্যাচ হবে।’