জাতীয় দলে যখন দুই ভাই

Looks like you've blocked notifications!
বাংলাদেশ জাতীয় হকি দল। ছবি : সংগৃহীত

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপকে সামনে রেখে ২৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ হকি ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক দলটি ঘোষণা করে।

আগামী ১১-১৮ মার্চ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার জাকার্তায়।

এই দলে ডাক পেয়েছেন ২ জোড়া সহোদর। নাঈম উদ্দিন ও আবেদ উদ্দিন এবং রাসেল মাহমুদ জিমি ও খালেদ মাহমুদ। খালেদ ডিফন্ডার আর জিমি ফরোয়ার্ড। নাঈমের ও আবেদও এবার প্রথম জাতীয় দলে ডাক পান।

বাংলাদেশ হকি দল

বিপ্লব কুজুর, আবু সাইদ, অসীম গোপ, নুরুজ্জামান নয়ন (গোলরক্ষক), খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান, মেহেদী হাসান, রেজাউল করিম, শফিউল আলম, সারোয়ার মোরশেদ, খালেদ মাহমুদ (ডিফেন্ডার), সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন, প্রিন্স লাল সামন্ত, রাজু আহমেদ, আবেদ উদ্দিন (মিডফিল্ডার), রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, পুস্কর খীসা মিমো, আরশাদ হোসেন, দীন ইসলাম, রাকিবুল হাসান, মাহবুব হোসেন ও রাজীব দাস (ফরোয়ার্ড)।