জিম্বাবুয়েতে কষ্টে জিতল পাকিস্তান

Looks like you've blocked notifications!
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে পাকিস্তান। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অতি কষ্টে জিতেছে পাকিস্তান। এই জয়ের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ জিতল তারা।

আজ রোববার টস জিতে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ১৬৫ রান করে পাকিস্তান। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে জিম্বাবুয়ে ১৪১ রান করে।

তবে ম্যাচটি জিততে পারত জিম্বাবুয়ে। ১৩ ওভার শেষে তাদের রান ছিল ১০০। বাকি রান তুলতে পারেনি তারা। তাই বড় সুযোগ হাতছাড়া করে তারা।

সিরিজের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে জেতে জিম্বাবুয়ে।

তৃতীয় ম্যাচে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শুরুটা ভালো হয়েছিল। ওপেনার ওয়েসলি ৫৯ ও  তাদিবানাশে মারুমানি ৩৫ রান করেন। অন্যরা খুব একটা সুবিধা করতে না পারায় জয় পায়নি তারা।   

পাকিস্তানের হাসান আলী নেন চার উইকেট। ম্যাচসেরা হন তিনি। সিরিজসেরা হন মোহাম্মদ রিজওয়ান।