টাইব্রেকারে জিতে সুপার কাপের শিরোপা চেলসির

Looks like you've blocked notifications!
চেলসি ও ভিয়ারিয়ালের লড়াই। ছবি : সংগৃহীত

শুরুতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি চেলসি। বিরতির পর পাল্টা জবাবে ম্যাচে ফিরে ভিয়ারিয়াল। ফলে ম্যাচের নির্ধারিত সময় সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে ম্যাচের ভাগ্য গড়ে দেন চেলসির বদলি গোলরক্ষক কেপা আরিসাবালাগা। তাঁর দৃঢ়তায় উয়েফা সুপার কাপের চ্যাম্পিয়ন হলো চেলসি।

বেলফাস্টের উইন্ডসর পার্কে গতকাল বুধবার রাতে টাইব্রেকারে ভিয়ারিয়ালকে ৬-৫ গোলে হারিয়েছে চেলসি। এর আগে ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ সমতায় ছিল দুদল। চেলসির হয়ে শুরুতে গোলটি করেন হাকিম জিয়াশ। আর, ভিয়ারিয়ালের পক্ষে জালের দেখা পান জেরার্দ মরেনো।

মৌসুম শুরুর আগেই উয়েফা সুপার কাপের ম্যাচটি অনুষ্ঠিত হয়। এটিতে অংশ নেয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে জয়ী হওয়া দুদল। সে অনুযায়ী এবার মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসি ও ইউরোপা লিগ জয়ী ভিয়ারিয়াল।

টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শটে চারটি করে গোল করে। ছয় নম্বর শটেও সফল উভয়পক্ষ। চেলসির সাত নম্বর শটটি আন্টোনিও রুডিগার জালে পাঠানোর পর ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন আরিসাবালাগা। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় চেলসির শিরোপা।