টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের দাবি চ্যাপেলের
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। করোনার ভয়াবহতার কারণে দেশটিতে আসরটি আয়োজন না করার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ইয়ান চ্যাপেল।
সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোতে একটি কলাম লিখেছেন চ্যাপেল। সেখানে তিনি লিখেছেন, ‘কোভিড সংক্রমণ ও মানুষের মৃত্যু, ক্রিকেটারদের করোনা ধরা পড়া, এই ঘটনা প্রমাণ করে দিল ভারতে ক্রিকেট খেলার ঝুঁকি কতটা বেশি ছিল। এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন। শেষ পর্যন্ত আইপিএল বন্ধ হয়ে গেল। আর আইপিএল বন্ধ হওয়ায় এটিও নিশ্চিত হলো, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপও বাতিল বা অন্য কোথাও সরিয়ে নেওয়া উচিত।’
তিনি আরও লিখেছেন, ‘১৯৭০-৭১ সালে প্রবল বৃষ্টির কারণে এমসিজিতে বক্সিংডে টেস্টে একটা বলও খেলা হয়নি। তারপরই ক্ষতিপূরণের টাকা তুলতে দুই দেশের সম্মতিতে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ খেলা হয়। এরপর ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে বল বিকৃতির অভিযোগ ওঠায় তারা মাঠে নামতে চায়নি। তাই এই মহামারির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল বা সড়িয়ে নেওয়া কোনো সমস্যা মনে হচ্ছে না।’