টেনিসের নতুন সেনসেশনের সামনে ব্যর্থ নাদাল-জকোভিচ

Looks like you've blocked notifications!
নোভাক জকোভিচের সঙ্গে আলকারাজ। ছবি : সংগৃহীত

লম্বা সময় ধরে টেনিসে রাজত্ব করে চলছেন রাফায়েল নাদাল-নোভাক জকোভিচ। অথচ টেনিসের দুই মহাতারকাকেই এবার হারিয়ে দিলেন মাত্র ১৯ বছর বয়সী নতুন সেনসেশন কার্লোস আলকারাজ।

মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে ওঠার পথে রাফায়েল নাদালকে হারিয়েছেন আলকারাজ। এবার ফাইনালে ওঠার পথে আলকারাজ হারালেন জকোভিচকে। মাদ্রিদের ওপেনের সেমিফাইনালে জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছেন এই স্প্যানিশ তরুণ খেলোয়াড়।

দুই তারকাকে হারানোর পথে ছোট্ট একটি রেকর্ডও গড়ে ফেলেছেন আলকারাজ। ক্লে কোর্টে এই প্রথম একই টুর্নামেন্টে নাদাল ও জোকোভিচকে হারানোর কীর্তি গড়েছেন এই স্প্যানিশ তরুণ।

গতকাল শনিবার সেমিফাইনালের লড়াইয়ে জকোভিচকে ৬-৭ (৫), ৭-৫, ৭-৬ (৫) গেমে হারিয়েছেন আলকারাজ। দুই তারকাকে বিদায় করে মাদ্রিদ ওপেনের ফাইনালে লড়বেন আলকারাজ।

আরেক সেমিফাইনালে স্টেফানোকে হারিয়ে ফাইনালের টিকেট পেয়েছেন মেদভেদেভ। আজ রোববার রাত ১০টায় শিরোপার জন্য আলকারাজের মুখোমুখি হবেন মেদভেদেভ।