ড্র দিয়ে শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস
চার ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে রেখেছিল বসুন্ধরা কিংস। ট্রফি ঘরে তোলার জন্য অপেক্ষা ছিল শেষ ম্যাচের। লিগে নিজেদের শেষ ম্যাচে ড্র করল কিংসরা। তবে শেষটা ড্র হলেও রেকর্ড পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করল বসুন্ধরা।
আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিংস।
ম্যাচটিতে অবশ্য জয় দিয়েই শেষ করতে পারত বসুন্ধরা কিংস। কিন্তু কিংস তারকা তপু বর্মণের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আবাহনী। ২৮ মিনিটে আত্মঘাতী গোল করেন তিনি।
পরে অবশ্য নিজের ভুলের প্রতিদান নিজেই দেন তপু। ৩৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে রবসন দি সিলভা রবিনিয়োর ফ্রি কিকে হেডে স্কোরলাইন ১-১ করেন তপু। ফলে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
মোট ২৪ ম্যাচে ২১ জয়, দুই ড্র ও এক হারে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে বসুন্ধরা কিংস।
এর আগে ২০১৮-১৯ মৌসুমে নিজেদের প্রথম লিগ শিরোপা ঘরে তোলে বসুন্ধরা। তবে গেলবার জয়ের পথে ২৪ ম্যাচে ২০ জয়, তিন ড্র ও এক হারে ৬৩ পয়েন্ট নিয়ে শেষ করেছিল কিংসরা। এবার তার চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে লিগ শেষ করেছে চ্যাম্পিয়নরা।
বসুন্ধরার পর লিগে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে আবাহনী লিমিটেড।
৪৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে চতুর্থ স্থানে আছে সাইফ স্পোর্টিং, পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। ৪৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।