তানবীর ঝড়ে মোহামেডানকে হারাল শেখ জামাল

Looks like you've blocked notifications!
ডিপিএলের ম্যাচ। ছবি : বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের ম্যাচে আরেকটি জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ বুধবার তানবীর হায়দারের দারুণ ব্যাটিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সাত উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগে জয়ের ছন্দ ধরে রেখেছে শেখ জামাল। অন্যদিকে সুপার লিগে হারের ব্যর্থতায় আটকে আছে মোহামেডান।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৩ রান সংগ্রহ করে মোহামেডান। শেখ জামালের বোলার ইবাদত ও জিয়ার সামনে টার্গেট লম্বা করতে পারেনি মোহামেডান। ইবাদত ও জিয়া দুজনেই নেন তিনটি করে উইকেট।

মোহামেডানের হয়ে ব্যাট হাতে ৪০ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন শামছুর রহমান। অন্যদিকে ৩৫ বলে ৪৬ রান করেন পারভেজ হোসেন ইমন। বাকিরা কেউই ব্যাট হাতে সফল হতে পারেননি। এমনকি ইরফান শুক্কুর ছাড়া ১০-এর ঘরও পার হতে পারেননি বাকিরা।

শেখ জামালের হয়ে বল হাতে ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। ম্যাচ সেরা হয়েছেন তিনিই। সমান ৩ উইকেট পেয়েছেন জিয়াউর রহমান। তিনি রান দিয়েছেন ২৯। ১ উইকেট পেয়েছেন মিনহাজুল আবেদীন আফ্রিদি।

রান তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয় শেখ জামাল। জয়ের ম্যাচে বড় ভূমিকা রেখেছেন তানবীর ও নুরুল হাসান সোহানের জুটি। দুজনে মিলে গড়েন অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি। ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন সোহান, ১৭ বলে ৩২ রানের দারুণ ইনিংস খেলেন তানবীর। তাতে সহজেই জয়ের বন্দরে চলে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ভালো শুরু করে শেষ পর্যন্ত ৪২ বলে ৩৮ রান করেন মোহাম্মদ আশরাফুল।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান: ২০ ওভারে ১৩৩/৯ (মজিদ ১, ইমন ৪৬, ইরফান ১৭, শামসুর ৪৯, মাহমুদুল ৩, শুভাগত ০, নাদিফ ০, ইয়াসিন ৯*, রুয়েল ০, আসিফ ১; ইবাদত ৪-০-১৭-৩, নাসির ৪-০-২৪-০, জিয়াউর ৪-০-২৯-৩, আফ্রিদি ৪-০-২০-১, আশরাফুল ১-০-১৫-০, সৈকত ১-০-১০-০, সোহরাওয়ার্দী ১-০-৯-০, ইলিয়াস সানি ১-০-১৭-০)।

শেখ জামাল: ১৯ ওভারে ১৩৭/৩ (সৈকত ০, আশরাফুল ৩৮, ইমরুল ২৫, নুরুল ৩৬*, তানবীর ৩২*; আবু জায়েদ ৩-০-২০-১, রুয়েল ৪-০-২৫-০, ইয়াসিন ৪-০-৩৮-০, শুভাগত ৩-০-১৯-১, মাহমুদুল ১-০-৫-০, আসিফ ৪-১-২৯-১)।

ফল: শেখ জামাল ধামন্ডি ক্লাব ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ইবাদত হোসেন।