তাহলে ম্যান ইউর হয়ে খেলবেন রোনালদো!

Looks like you've blocked notifications!
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

চলমান জল্পনা-কল্পনার মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো ইঙ্গিত দিয়েছেন, তিনি আগামীকাল রোববার ওল্ড ট্র্যাফোর্ডে রায়ো ভ্যালেকানোর বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রীতি ম্যাচে খেলবেন। ৩৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড ব্যক্তিগত কারণে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রাক-মৌসুম সফর মিস করেছেন। শোনা যাচ্ছে তিনি ক্লাবটি ছেড়ে যেতে চান।

অবশ্য আজ শনিবার অসলোতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলছেন না রোনালদো। তবে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন, রায়ো ভ্যালেকানোতে আরেকটি লা লিগা দলের মুখোমুখি হবেন। এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘রাজা রোববার খেলবে!’

ইউনাইটেডের নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগ এই মাসের শুরুতে জোর দিয়ে বলেছেন, রোনালদো বিক্রির জন্য নয়। তিনি বলেন, ‘আমরা মৌসুমের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পরিকল্পনা করছি, আমি তার সাথে কাজ করার জন্য উন্মুখ। তিনি বিক্রির জন্য নয়, আমাদের পরিকল্পনার মধ্যে আছেন। আমরা একসঙ্গে সাফল্য চাই।’

রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই খেলোয়াড় গত মৌসুমে ২৪ গোল করে ইউনাইটেডের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। কিন্তু সামগ্রিকভাবে ক্লাবের জন্য হতাশা ছিল, প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান অর্জন করে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে দলটি।