তৃতীয় ম্যাচেও হারল বাংলাদেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচ। ছবি : সংগৃহীত

এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। এবার মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে লাল সবুজের দল। এর আগে দুই ম্যাচেও হেরেছিলেন জামাল-সোহেলরা। এই হারে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচ জিতে স্বাগতিকরা মূল পর্বে উঠে গেছে। তারা এক ম্যাচে হেরেছে, দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের পর্বে ওঠে। গ্রুপ 'ই' থেকে চ্যাম্পিয়ন  হয়ে মূল পর্বে ওঠে বাহরাইন। বাংলাদেশ তিন ম্যাচ থেকে এক পয়েন্টও পায়নি।

এদিন বাংলাদেশের পক্ষে একমাত্র গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। ৩২ মিনিটে তিনি বলটি জালে জড়ান। 

এর আগে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেছে লাল-সবুজের দল। সেই ম্যাচে হারলেও বেশ লড়াই করেছিল জামাল-সোহেলরা।

আর প্রথম ম্যাচে বাহরাইনের কাছে দুই গোলে হেরেছিল বাংলাদেশ।