ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ফুটবল দল। ছবি : বাফুফে

চলতি মাসের শেষ সপ্তাহে তিন জাতির একটি সিরিজ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ব্রুনাই ও সিশেলসকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় এই সিরিজের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

আজ বৃহস্পতিবার ক্যাবরেরার ঘোষিত দলে সুযোগ পেয়েছেন ২৭জন। এর মধ্যে রয়েছে নতুন তিন মুখ। নতুনরা হলেন—ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর, ফর্টিজের মজিবুর রহমান জনি ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ৷

এ ছাড়াও দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন আমিনুর রহমান সজীব। নাম রয়েছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেরও। ২৭ জন ফুটবলারের মধ্যে সর্বোচ্চ ১২ জন বসুন্ধরা কিংসের। এরপর ঢাকা আবাহনীর ৪ জন। 

আগামী ২০ মার্চ সিলেটে শুরু হবে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট। প্রস্তুতির জন্য সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ। ৪ ও ৫ মার্চে দুই ভাগে বিভক্ত হয়ে খেলোয়াড় ও কোচ, কর্মকর্তারা যাবেন মধ্যপ্রাচ্যের দেশটিতে।

সবশেষ গত বছর সেপ্টেম্বরে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ওই প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘ দিন পর তিন জাতির সিরিজ দিয়ে আবার মাঠের লড়াইয়ে নামবে লাল-সবুজের দল।

২৭ সদস্যের বাংলাদেশ দল

আনিসুর রহমান, তারেক কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া, সোহেল রানা (বসুন্ধরা), রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, সাদিদুল ইসলাম, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা (আবাহনী), ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইবরাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান, মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান, ইমন শাহরিয়ার, রবিউল হাসান।