থাইল্যান্ডে দারুণ জয়ে শুরু বাংলাদেশের

Looks like you've blocked notifications!
ইন্দোনেশিয়াতে জয় দিয়ে বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস হকি বাছাইয়ে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়েছে লাল-সবুজের দল।

আজ শনিবার ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দলের পক্ষে গোল করেছেন সারোয়ার হোসেন, পুস্কর ক্ষীসা ও ফজলে রাব্বী। আর, ইন্দোনেশিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন সান্দ্রেয়া আন্দ্রেয়া।

চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসকে সামনে রেখে হকির বাছাইয়ে অংশ নেয় দলগুলো। তবে, সম্প্রতি দেশটিতে করোনার প্রকোপ বাড়লে গতকাল শুক্রবার এশিয়ান গেমসের ১৯তম আসর স্থগিত করে দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। ফের কবে মাঠে গড়াবে সেটা নিয়েও জানানো হয়নি নিশ্চিত কিছু। তবে, হকির ডিসিপ্লিনের জন্য প্রস্তুতি পর্ব চলছে থাইল্যান্ডে।

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই লিড পায় বাংলাদেশ। নবম মিনিটে দলকে এগিয়ে নেন সারওয়ার হোসেন। এরপর ২৩তম মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পুষ্কর ক্ষিসা।

এরপর ৩৯তম মিনিটে আন্দ্রেয়ার গোলে ঘুরে দাঁড়ানোর আভাস পায় ইন্দোনেশিয়া। তবে, লাভ হয়নি তাতে। পরের মিনিটেই রাব্বীর ফিল্ড গোলে ব্যবধান ফের বাড়িয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।