নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ

দলে নেই সাকিব, বোলিংয়ে বাংলাদেশ  

Looks like you've blocked notifications!
টস করছেন নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত  

ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান।

অবশ্য গতকাল বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে পৌঁছেছেন সাকিব আল হাসান। পরের ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলে জানিয়েছেন সোহান।

আর কদিন পর অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের প্রস্তুতি মঞ্চ হতে পারে এটি।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এটি তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

এই ম্যাচে সাকিব না থাকলেও দলে ফিরেছেন হাসান মাহমুদ। আছে নাসুম আহমেদও। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, হায়দার আলি, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, শাহনাওয়াজ দাহানি।