দল হিসেবে খেলতে না পারার আক্ষেপ অধিনায়কের

Looks like you've blocked notifications!
দলের সঙ্গে মাহমুদউল্লাহ। ছবি : সংগৃহীত

অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় টেস্টে ভরাডুবির পর এবার ডোমিনিকাতে হার দেখল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই হতাশা দেখাল সফরকারীরা। এক সাকিব আল হাসান ছাড়া কেউ ব্যাট হাতে থিতু হতে পারেননি।

সাকিবের সঙ্গে অন্তত এক জন উইকেটে থিতু হয়ে গেলেও আশা থাকত বাংলাদেশের। কিন্তু, সেটা হয়নি। দিনশেষে বাংলাদেশের সঙ্গী ৩৫ রানের পরাজয়। এমন হারের পর দল হিসেবে খেলতে না পারার আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। একই সঙ্গে বোলারদের নিয়েও হতাশার কথা জানান অধিনায়ক।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তাই, দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিকোলাস পুরানের দল।

নিজেদের ব্যর্থতা নিয়ে সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে, বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো।’

এর পর অধিনায়ক বলেন, ‘আমরা ওপেনিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স পাচ্ছি না। সেজন্য একটু অদল–বদল অনেক সময় হতেই পারে। আমার মনে হয়, দল হিসেবে আমরা ভালো খেলতে পারছি না। তারই প্রভাব পড়ছে সবকিছুতে।’

বোলারদের নিয়ে হতাশা জানান মাহমুদউল্লাহ,’আমরা যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী আমাদের বোলিং হয়নি।’

ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেছেন রভম্যান পাওয়েল।

উইন্ডসর পার্কে জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৫৮ রানে থামে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন সাকিব আল হাসান। ৫২ বলে তাঁর ইনিংসে ছিল পাঁচ বাউন্ডারি ও তিনটি ছক্কা।