বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

দারুণ একটি কীর্তির সামনে মুশফিক

Looks like you've blocked notifications!
তারকা ব্যাটার মুশফিকুর রহিম। ফাইল ছবি

আর একটি হাফসেঞ্চুরি করতে পারলেই দারুণ একটি রেকর্ড গড়বেন মুশফিকুর রহিম। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৫০টি হাফসেঞ্চুরি করতে পারবেন তিনি। ২৩০ ম্যাচ খেলে ওয়ানডে ক্যারিয়ারে ৪৯টি হাফসেঞ্চুরি করেছেন মুশফিক।

কাল থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৫০ রান করতে পারলেই হাফসেঞ্চুরির ‘হাফসেঞ্চুরি’ পূর্ণ করবেন মুশফিক।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২২ ম্যাচে ৬৫টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। ২১৮ ম্যাচে ৫৮টি হাফসেঞ্চুরি আছে সাকিবের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে শেষে শুরু হবে টেস্ট সিরিজ। দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।