ইংল্যান্ড-ভারত সিরিজ

দারুণ কীর্তি গড়লেন রোহিত শর্মা

Looks like you've blocked notifications!
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত  

ভারতীয় প্রথম অধিনায়ক হিসেবে টানা ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন রোহিত শর্মা। গতকাল বৃহস্পতিবার সাউথাম্পটনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৫০ রানে জিতেছে। এই জয়ের সুবাদে দারুণ রেকর্ড গড়েন ভারতীয় অধিনায়ক।

বিরাট কোহলি পদত্যাগ করার পর পুরো সময়ের জন্য দায়িত্ব পান রোহিত। অধিনায়ক হিসাবে রোহিত এখনও একটি টি-টোয়েন্টি ম্যাচ হারেননি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়ে তাঁর সাফল্য শুরু হয়েছিল। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারায় ভারত।

রোহিতের নেতৃত্বে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে। রোহিত করোনার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট মিস করেছিলেন। পরে ভারতীয় দলে ফিরেন।

এদিকে হার্দিক পান্ডিয়া ভারতকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। এ ম্যাচে ব্যাট হাতে ৩৩ বলে ৫১ রান করেন হার্দিক।

ভারত প্রথমে ব্যাট করে ১৯৮ রান করে। সূর্যকুমার যাদব ১৯ বলে ৩৯ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। দীপক হুদা ১৭ বলে ৩৩ রান করেন।

জবাবে ইংল্যান্ড ১৪৮ রানে অলআউট হয়ে যায়। দলটির পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মুইন আলী, ২০ বলে ৩৬ রান করেন।