নাঈমের সেঞ্চুরি, সাব্বিরের ফিফটি

দারুণ জয় বাংলাদেশ ‘এ’ দলের

Looks like you've blocked notifications!
দারুণ সেঞ্চুরি করেছেন মোহাম্মদ নাঈম। ছবি : সংগৃহীত

 ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল জিতেছে ৪৪ রানে।

মোহাম্মদ নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি ও সাব্বির রহমানের ফিফটিতে চমৎকার এই জয় পায় লাল-সবুজের দল।

প্রথমে ব্যাট করে ২৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। এই লক্ষ্যের জবাবে ২৩৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

নাঈম ১১৬ বল খরচায় ১০৩ রান করেন। যাতে ১৪টি চার ও একটি ছক্কার মার রয়েছে। সাব্বির ৫৮ বলে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন।

অবশ্য সৌম্য সরকার ব্যর্থ হয়েছেন, ৬ রান করে বিদায় নেন। আর সাইফ ২৩ বলে ১৯ এবং  মিঠুন ৪৮ বলে ২৮ রান করেন।

রান তাড়ায় ক্যারিবীয়দের শুরুটা ভালো হয়েছে। তেজনারাইন চন্দরপল ভালো ব্যাট করেন। তিনি চন্দরপল ৬০ বলে ৩৮ রান করেন।  বিশপ  ৩১ রান করে আউট হন।  

বাংলাদেশের পক্ষে মুকিদুল ৩২ রানে তিনটি, রাজা ৪৪ রানে ২ উইকেট পান। আর খালেদ ও রকিবুল একটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ দল : ৫০ ওভারে ২৭৭/৬ (নাঈম ১০৩, সৌম্য ৬, সাইফ ১৯, মিঠুন ২৮, শাহাদাত ২৪, সাব্বির ৬২, জাকের ১৮*; ফিলিপ ১০-১-৪৫-২, গ্রিভস ৬-০-৩৪-৪, চার্লস ১০-১-৪৫-২)।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল : ৫০ ওভারে ২৩৩/৯ (চন্দরপল ৩৮, জশুয়া ৬৮, বিশপ ৩১, গ্রিভস ১৩, চার্লস ৩২*, ফিলিপ ১৫ ; মুকিদুল ৯-০-৩২-৩, খালেদ ৮-০-৫১-১, রকিবুল ১০-০-৪৪-১, রাজা ১০-০-৪৪-২, সৌম্য ৫-০-৩০-০)।

ফল : বাংলাদেশ ‘এ’ দল ৪৪ রানে জয়ী।