দুবাইতে সাকিবকে ঘিরে জনস্রোত, দেখা মেলেনি হিরো আলমের

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসানকে ঘিরে দুবাই গোল্ড সুকে জনতার ভিড়। ছবি : এনটিভি অনলাইন

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ২৪ ঘণ্টা আগেই ইতিহাস গড়ে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের রেশ না কাটতেই অধিনায়ক সাকিব আল হাসান ধরেন দুবাইয়ের বিমান। উদ্দেশ্য, দুবাই গোল্ড সুকে স্বর্ণের দোকানের উদ্বোধন। শুধু সাকিব নন, এই জুয়েলারির দোকান উদ্বোধনে বাংলাদেশ থেকে একাধিক তারকারা গিয়েছেন মরুর দেশে। তবে বিশ্বসেরা অলরাউন্ডার বলে কথা, তাই সাকিবকে ঘিরেই জনস্রোতে রূপ নিল পুরো অনুষ্ঠান!

সূচি অনুযায়ী, আজ বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় দেশটির নিউ গোল্ড সুকেতে আরাভ জুয়েলার্স নামের ওই স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সাকিব। একই অনুষ্ঠানে যোগ দিতে মরুর দেশে যান বাংলাদেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। কিন্তু অনুষ্ঠান উদ্বোধনের সময় দেখা মেলেনি তার। অন্যরাও সাকিবের আড়ালে পড়ে যান। এক সাকিবকে ঘিরেই উত্তেজনার সৃষ্টি হয় গোল্ড সুকেতে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকেতে উদ্বোধন হওয়া এই স্বর্ণের দোকানের প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাদেশের তরুণ আরাভ খান। দুবাইতে যাবার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বর্ণের দোকানটির উদ্বোধনের ঘোষণা দেন সাকিব। একই ঘোষণা দেন হিরো আলমও।

খোঁজ নিয়ে জানা যায়, অনুষ্ঠানটিতে সাকিবের সঙ্গে উদ্বোধনের জন্য হিরো আলমকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি। হিরো আলম নাকি নিজ খরচেই গিয়েছেন দুবাই। অনুষ্ঠানের এক আয়োজক এনটিভি অনলাইনকে মুঠোফোনে বলেছেন, ‘এই অনুষ্ঠানটি ছিল সাকিব আল হাসানকে ঘিরে। এখানে উদ্বোধনের সঙ্গে হিরো আলমের কোনো অস্তিত্ব নেই। তিনি নিজ খরচে দর্শক হিসেবে দেখতে এসেছেন। সাকিবই ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। কিছুক্ষণ শপ দেখেন, ভক্তদের সঙ্গে হাত মেলান, তারপর অনুষ্ঠান ত্যাগ করেন। হিরো আলম তো দূরে বাংলাদেশের অন্য যে তারকারা আসছে মিডিয়া থেকে তারাও সাকিবের আশেপাশে যেতে পারেননি।’

বাংলাদেশ থেকে শুধু সাকিব-হিরো আলম নন, আরাভ খানের জুয়েলারি শপের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল, শ্রীলঙ্কার জাতীয় দলের পেসার উসুরু উদানা, ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার এভিন লুইস, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহান মোস্তফা, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমিরসহ অনেকে।

এ ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, অভিনেত্রী দিঘি, রুবেল খন্দকার, বেলাল খানসহ আরও অনেকেই এই জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে দুবাই পৃথিবীর স্বর্ণের ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। দুবাইপ্রবাসী অনেক বাংলাদেশি যেমন সেখানে স্বর্ণের দোকানে কাজ করেন, তেমনই আবার স্বর্ণের দোকানের মালিকানাতেও আছেন কয়েকজন প্রবাসীর।