বিশ্বকাপের প্রস্তুতি

দুবাই বা ওমানে ক্যাম্প করার পরিকল্পনা বাংলাদেশের

Looks like you've blocked notifications!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী ২২ সেপ্টেম্বর থেকে দুবাই বা ওমানে জাতীয় দলের একটি সংক্ষিপ্ত ক্যাম্প করার পরিকল্পনা বাংলাদেশের। জাতীয় দলের পরামর্শক শ্রীধরন শ্রীরামের অধীনে এই ক্যাম্প চলবে।

ঢাকায় তিন দিনের অনুশীলন ক্যাম্প গত ১২ সেপ্টেম্বর শুরু হয়েছিল। বৃষ্টির কারণে খেলোয়াড়রা আউটডোরে  অনুশীলন করতে পারেনি। ইনডোর সেশন ও জিমে অনুশীলন করে।

ক্রিকবাজের খবরে জানা গেছে, আবহাওয়ার পূর্বাভাস আদর্শ না হওয়ায় বিসিবি বিকল্প চিন্তা করেছে।

এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘মূলত আমরা এখন তিন দিনের ক্যাম্প করার পরিকল্পনা করেছি। আমরা যা দেখছি তা করতে পারছে না (বৃষ্টির কারণে)। তাই আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি,  অন্য কোথাও গিয়ে অনুশীলন করতে পারি কি না।’

‘আমাদের বিশ্বকাপ আছে, তার আগে একটি ত্রিদেশীয় আছে। দীর্ঘ ভ্রমণের পর খেলোয়াড়দের বিশ্রাম নিতে হবে। তাই আলোচনা করেছি,  অন্য কোথাও অনুশীলন করার ব্যাপারে।’