দেশীয় ব্যাটারদের প্রশংসায় সাকিব

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসান। ছবি : বিসিবি

বিপিএলের নবম আসর আর সাকিব আল হাসান গেঁথে গেছেন একই সুতোয়। আসর শুরুর আগে কড়া সমালোচনা, সেই নিয়ে বিতর্ক। খেলা মাঠে গড়িয়েছে, সাকিবের থামাথামি নেই। ব্যাট হাতে পারফর্ম করেছেন, আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন। কেবল নেতিবাচকতা ছড়িয়ে আসা সাকিব এবার নরম করলেন সুর।

বিপিএল নিয়ে বাংলাদেশি ভক্তদের আক্ষেপ থাকে, সব আলো কেড়ে নেন বিদেশিরা। এবার যেমন দুই সেঞ্চুরির দুটোই এসেছে বিদেশিদের ব্যাটে। তবে, শতকের দেখা না পেলেও বিপিএলে ভালো করছেন স্থানীয় তরুণরা। ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করছেন তৌহিদ হৃদয়, জাকের হাসান, জাকির আলি, রনি তালুকদাররা। টানা তিন ম্যাচে ফিফটি করেছেন সিলেটের ব্যাটার তৌহিদ। ১৯৫ রান নিয়ে আছেন সবার শীর্ষে। 

এ ছাড়া ছন্দে আছেন সিলেটের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ৪ ম্যাচে এক ফিফটিতে ১৬৭ রান নিয়ে দুইয়ে অবস্থান শান্তের। সেরা পাঁচে আছেন আরেক বাংলাদেশি রনি তালুকদার। রংপুর রাইডার্সের এই ব্যাটার ২ ম্যাচে ১ অর্ধশতকসহ করেছেন ১০৭ রান। 

টি-টোয়েন্টি রানের খেলা। ব্যাটসম্যানদের ব্যাটে রান আছে, আসরও জমে উঠেছে। মোটামুটি ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সবকিছু নিয়ে সাকিব আল হাসান বললেন, 'এবারের আসরের বছর পিচ বেশ ভালো। মিরপুরে এমন পিচ পাওয়া অপ্রত্যাশিত। এমন পিচের জন্য কিউরেটরের প্রশংসা করতেই হবে। ভালো পিচের কারণে এত বেশি রান হচ্ছে। সবচেয়ে ভালো দিক হলো, আমাদের স্থানীয় খেলোয়াড়রা ভালো পারফর্ম করতে পারছে। রান পাচ্ছে। মাঠের খেলাও খুব রোমাঞ্চকর হচ্ছে।'

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। এটি আয়োজনের মূল উদ্দেশ্য থাকে স্থানীয়রা যেন উঠে আসতে পারে। চলতি আসরে এখন পর্যন্ত এই জায়গাটায় ক্রিকেটার নিজেদের মেলে ধরতে পারছে। যা অব্যাহত থাকলে ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক।