দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে ৯ মে প্রথম ম্যাচে ভালোই ভুগেছে বাংলাদেশের ব্যাটাররা। বৃষ্টির বাগড়ায় বেশিক্ষণ ব্যাট করতে পারেনি আইরিশরা। যতটুকু সুযোগ পেয়েছে, বোলাররা চেষ্টা করেছে ভালো খেলার। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে আগামীকাল শুক্রবার (১২ মে) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজে নজর রাখছেন কোচ থেকে শুরু করে বোর্ড, খেলোয়াড় সবাই। প্রথম ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে ব্যর্থ হন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। ওপেনিংয়ে হতাশ করেছেন তামিম-লিটন। তবে, নিজেকে আবারও প্রমাণ করলেন নাজমুল হোসেন শান্ত। ছয় নম্বর পজিশনে ভরসার আরেক নাম হয়ে ওঠা মুশফিকুর রহিম ব্যাট হাতে আছেন ছন্দে।
ইংল্যান্ডের কন্ডিশন আয়ারল্যান্ডের কাছে নিজ ঘরের মতোই চেনা। সেখানে প্রথম ম্যাচে আইরিশ বোলাররা ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচেও পরীক্ষা দিতে হবে তামিম-সাকিবদের। বল হাতে আইরিশদের মূল ভরসা জস লিটল, মার্ক অ্যাডাইররা। তাদের জবাব দিতে তৈরি আছে বাংলাদেশের তরুণ তুর্কীরা।
হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেনদের পেস বোলিংয়ের পাশাপাশি স্পিনে আছেন পুরোনো ভরসা সাকিব, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজরা। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের একাদশ থাকতে পারে অপরিবর্তিত।
কালকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। আবহাওয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেই, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকই নেওয়ার সামর্থ্য আছে। ম্যাচের আগেরদিন আজ বৃহস্পতিবার একটি ভিডিওবার্তায় কালকের ম্যাচ নিয়ে কথা বলেন স্পিনার তাইজুল ইসলাম।
ম্যাচ নিয়ে আশাবাদী তাইজুল বলেন, ‘যদিও এটা ভিন্ন কন্ডিশন, আমরা দল হিসেবে এখন খুব ভালো আছি। আমাদের অনুশীলন ভালো হচ্ছে। আমাদের সবাই বেশ আত্মবিশ্বাসী। আশাকরি, সামনের দুইটা ম্যাচ আমরা খুব ভালোভাবে শেষ করতে পারব।’
প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আইরিশরাও চাইবে ম্যাচ জিতে এগিয়ে থাকতে। এই ম্যাচ তাই ভীষণ গুরুত্ব বহন করছে দুই দলের জন্যই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, হ্যারি ট্যাক্টর, লোরকান ট্রাকার, গ্রাহাম হিউম, মার্ক অ্যাডাইর, অ্যান্ডি ম্যাকব্রাইন ও জস লিটল।